সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী শাহিদা আক্তার লিপির মতবিনিময়

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধিঃ

জামালপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি পদে মনোনয়ন প্রত্যাশি ওয়াশিংটন আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ ইসলামপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

শনিবার (১২ আগষ্ট) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব হলরুমে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি শাহিদা আক্তার লিপি বলেন, যমুনা-ব্রহ্মপুত্র নদী ভাঙন কবলিত এলাকার সাধারণ জনগণকে আমি সেবা করতে চাই। আমি সংরক্ষিত আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে সকলের পাশে থাকার কথা ব্যক্ত করেন।

সকলের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় ইসলামপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment