ইসলামপুরে আওয়ামী লীগের তিন মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের ইসলামপুরে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যার প্রতিবাদ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী চার প্রার্থী জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তিন বারের মেয়র আব্দুল কাদের সেখ, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহিনুজ্জামান এক মঞ্চে বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল উপস্থিত ছিলেন।

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা’র উদ্যোগে বুধবার (১৬ আগস্ট) পৌরসভা মাঠ প্রঙ্গনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র আব্দুল কাদের সেখ, জেলা আওয়ামী লীগের সদস্যে এস.এম শাহিনুজ্জামান প্রমুখ।অনুষ্ঠানটি শেষে বক্তব্য বলেন, আমরা তিনজন এক হয়ে এক সাথে কাজ করবো।

পরে ১৫ আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment