রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের মাদারগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষ’ণ করে পালানোর সময় শফিকুল ইসলাম (২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীর এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার (১৫আগষ্ট ) রাতে এ ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় ধ’র্ষ’ণে’র মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বিজিবি সদস্য শফিকুল ইসলাম বালিজুড়ি ইউনিয়নের চরশুভগাছা গ্রামের হযরত আলীর ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে। তিনি তার শ্বশুরবাড়িতে সন্তানদের নিয়ে বাস করতেন। গত ১৪ আগষ্ট তারিখে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। অভিযুক্ত শফিকুল ইসলাম গত ৩ আগষ্ট তারিখে ছুটি কাটাতে বাড়িতে আসেন।
ভুক্তভোগী নারীর সহদোর ছোটভাইকে বিজিবিতে চাকুরি দেওয়ার কথা বললে ওই নারীর বাবা সন্ধ্যার পর তাদের বাড়িতে আসতে বলেন। পরে অভিযুক্ত শফিকুল ইসলাম রাত ৯টার দিকে তাদের বাড়িতে আসেন। তখন ভুক্তভোগীর বাবা বাজারে অবস্থান করছিলেন। অন্যদিকে মা তার ২ সন্তানকে নিয়ে আলাদা ঘরে শুয়ে থাকায়। সুযোগ পেয়ে হাত চেপে ধরে ধ’র্ষ’ণ করতে থাকে।
পরে তার ডাকচিৎকার পারলে ভুক্তভোগীর বাবা মা ও এসে তাকে হাতে নাতে আটক করে পুলিশকে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ গিয়ে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষ’ণকালে এক বিজিবি সদস্যকে আটকে রেখে পুলিশ খবর দিলে। আমরা থানায় নিয়ে আসি।
ভুক্তভোগী নিজে বাদী হয়ে ধ’র্ষ’ণ মামলা করেছেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত বিজিবি সদস্য শফিকুল ইসলাম জামালপুর আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠান।
0 $type={blogger}:
Post a Comment