“”” খুঁজো সুন্দর মন””
সুন্দর সুন্দর করিস না মন
সুন্দরে কি হয়,
শাকিব খানকে অপু বুবলি
করতে পারেনি জয়।
টাকা দিয়ে ভালোবাসা
যদি কিনা যেতো,
শ্রেষ্ঠ ধনী বিলগেটস তবে
বউ ফিরে পেতো।
ক্ষমতা জুড়ে টিকতো যদি
ভালোবাসার ঘর,
সোফি তবে জাস্টিন ট্রুডোর
হইতো আর পর,
তাহসানের কন্ঠ কেড়ে নেয়
লক্ষ শ্রোতা মন,
ভালোবাসার মিথিলা তবু
হইলো না আপন।
ফরিদীর দাপটে কাঁপতো
রাঙা বউ ঋতুপর্ণা,
কোনো বাঁধনে বাঁধা পড়লোনা
অভিনেত্রী সুবর্ণা।
সুন্দর সুন্দর না করে
খুঁজো সুন্দর মন,
আমৃত্যু পাশে থাকার
করবে যে পণ।
0 $type={blogger}:
Post a Comment