নিখোঁজের একদিন পর ভেসে উঠলো যুবক সৌহার্দের লা'শ

শাহীন আলমঃ

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর ওই বিলেই ভেসে উঠেছে যুবক সৌহার্দ্য’র মরদেহ।

নিখোঁজের পর দুই দফায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের যৌথ উদ্ধার কার্যক্রম চললেও তাঁর মরদেহের কোনো সন্ধান মেলেনি।

শনিবার (১৯ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী এলাকায় রৌমারী বিলের পানিতে নিখোঁজ যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এর আগে গতকাল (১৮ আগস্ট) বিকেলে নিখোঁজের পর থেকে রাত পর্যন্ত এবং সকালে উদ্ধার কার্যক্রম চলাকালে তাঁর কোনো সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে অভিযান বন্ধ হলে নিখোঁজ হওয়ার স্থান হতে একটু দূরে ভেসে উঠে সৌহার্দ্যর মরদেহ।

নিহত সৌহার্দ্য (১৭) জামালপুর শহরের জিগাতলা এলাকার মোঃ শাহজান সিরাজের ছেলে। সে বেলটিয়া স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, কয়েকজন বন্ধু নিয়ে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রৌমারি বিলে ঘুরতে যান সৌহার্দ্য। ঘুরে ক্লান্ত হলে তিনি বন্ধুদের সাথে বিলের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হয়। তাঁর বন্ধুসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মেলান্দহ থানার পুলিশ দুই দফায় উদ্ধার অভিযান চালায়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, পানিতে ডুবে নিখোঁজ সৌহার্দ্যকে উদ্ধারে দুই দফা অভিযান চালিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে শনিবার (১৯ আগস্ট) দুপুরে ওই বিলেই তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাঁর পরিবারের লোকজন এসেছেন। তাঁদের অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment