রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের ইসলামপুরে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা এবং উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭আগষ্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বেড়েগ্রামের সদস্যবৃন্দের অংশগ্রহনে ধনতলা সরকারী প্রাথমিক বদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অর্থায়নে পারি এনজিও বাস্তবায়নে এই উৎসব উদযাপন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেকের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আবদুন নাছের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান শাহজাহান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, ভাইস চেয়ারম্যার আঃ খালেক আখন্দ, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডাইরেক্টর জেনি মিলগ্রোড ডিক্রুজ, পারি এনজিও’র নির্বাহী পরিচালক গ্রাবিয়েল রোজারিও, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল গমেজ, পারি’ এরিয়া ম্যানেজার কমল পাল, বোরহান উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। পরে বেড়ে গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করা হয়।
0 $type={blogger}:
Post a Comment