রূপগঞ্জ উপজেলা শাখা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কমিটি ঘোষনা সভাপতি বিনয়; সম্পাদক দিপু

শ্রী দিপু চন্দ্র গোপ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের রূপগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত করা হয়। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ জেলার জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্রী প্রান কৃষ্ণ ভৌমিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্যে শ্রী বিনয় চন্দ্র অধিকারীকে সভাপতি, এবং শ্রী দিপু চন্দ্র গোপকে সাধারণ সম্পাদক ও শ্রী বিজয় সাহা নির্জনকে নির্বাহী সভাপতি করে পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শ্রী চন্ডল মন্ডল, সিনিয়র সহ-সভাপতি শ্রী সুশান্ত চত্রুবর্তী, শ্রী বিপ্লব সরকার, সহ-সভাপতি শ্রী রনি চন্দ্র দাস, শ্রী দিপু সরকার, শ্রী শিপন চন্দ্র দাস, শ্রী সবুজ চন্দ্র দাস, শ্রী মিঠুন সরকার, সহ-সাধারন সম্পাদক শ্রী নয়ন মোহন, শ্রী বাপ্পি বিশ্বাস, শ্রী অপূর্ব সরকার, শ্রী পঙ্কজ সরকার, শ্রী দ্বীপক সরকার, শ্রী সঞ্জীবন সরকার, সাংগঠনিক সম্পাদক-শ্রী অমিত চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী প্রান্ত চন্দ্র দাস, শ্রী শুভ চন্দ্র সরকার, শ্রী পার্থ সাহা, শ্রী শাওন চন্দ্র দাস, শ্রী দিপু সরকার, শ্রী শৈলাস সরকার, শ্রী রাজিব সরকার কিশোর, প্রচার সম্পাদক-শ্রী নকুল সরকার, সহ-প্রচার সম্পাদক-শ্রী সজীব সরকার, শ্রী অনয় সাহা, শ্রী জয় সরকার, শ্রী দীপ্ত চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক শ্রী উওম সরকার, সহ-দপ্তর সম্পাদক শ্রী কাজল সরকার, শ্রী গৌতম সরকার, শ্রী আশিক সরকার, শ্রী প্রকাশ চন্দ্র দাস, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী দীপঙ্কর চন্দ্র দাস, সহ-ধর্মবিষয়ক সম্পাদক শ্রী তপন চন্দ্র অধিকারী, শ্রী রূপকুমার,শ্রী রাজিব সরকার, অর্থ বিষয়ক সম্পাদক-শ্রী কৃষ্ণ সরকার, সহ-অর্থবিষয়ক সম্পাদক শ্রী বিজয় চন্দ্র গোপ, শ্রী জয় সরকার,পলাশ সরকার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -শ্রী লিটন অধিকারী, সহ-সাংস্কৃতিক সম্পাদক-শ্রী অজয় সরকার,শিপন চন্দ্র দাস,শ্রী কাকন সরকার,শ্রী হৃদয় সরকার,শ্রী প্রত্যয় পাল,আইন বিষয়ক সম্পাদক শ্রী সোহাগ সরকার,সহ-আইনবিষয়ক সম্পাদক শৈলাস সরকার,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী হৃদয় চন্দ্র শীল, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-শ্রী পঙ্কজ সরকার, সমাজ সেবা সম্পাদক শ্রী পবিত্র চন্দ্র দাস,সহ-সমাজ সেবা সম্পাদক শ্রী হৃদয় সরকার,শ্রী শান্ত চন্দ্র দাস,শ্রী অন্তর চন্দ্র দাস,কার্যকারী সদস্য শ্রী শ্রাবন সরকার,শ্রী সাগর সরকার, শ্রী পলাশ সরকার,শ্রী তন্ময় দত্ত,শ্রী পলাশ চন্দ্র দাস, শ্রী দীপ্ত চন্দ্র দাস,শ্রী প্রদীপ চন্দ্র দাস,শ্রী অপূর্ব চন্দ্র দাস,শ্রী দ্বীপরাজ দাস,শ্রী অমিস দাস,শ্রী তন্ময় চন্দ্র দাস,শ্রী সুকান্ত সরকার,শ্রী সবুজ সরকার,শ্রী ইমন সরকার।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment