বকশীগঞ্জে জামায়াত-বিএনপির পাঁচজনকে আটক

রোকনুজ্জামান সবুজ:

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাজ্জাদ হোসেনসহ জামায়াত-বিএনপির পাঁচজন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসেন, জামায়াত নেতা মোতালেব হোসেন, আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুবদল নেতা সানী মিয়া।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment