মেলান্দহে ছাত্রলীগের আলোচনা সভা, পোস্টার ও লিফলেট বিতরণ

সাজ্জাদ হোসেন শাহিন, মেলান্দহ প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোকাবহ আগস্টের গুরুত্ব ও ২১শে আগস্টের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৮ আগষ্ট) সোমবার বাংলাদেশ ছাত্রলীগ মেলান্দহ উপজেলা শাখার তত্বাবধানে বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ মেলান্দহ উপজেলা শাখা কর্তৃক শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশবিশেষ বেলতৈল উচ্চ বিদ্যালয়, মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়, মাহমুদপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় ও হাজরাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে শোকাবহ আগস্টের গুরুত্ব ও ২১শে আগস্টের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে আলোচনা সভা, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।

মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি খাঁন আরিফুল ইসলাম শাওন বলেন, আগষ্ট মাসের তাৎপর্য তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও ঢাকায় ছাত্র সমাবেশ সফল করতে পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment