বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, অশ্লীলতা, বাল্যবিবাহ, সন্ত্রাস এবং জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শনিবার (৫ আগস্ট) বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়ন মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।বিশেষ অতিথি দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ও বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী , বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম প্রমুখ।
পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। জেলা পুলিশ মাদক ও জুয়ার বিষয়ে কোন আপোষ করবে না। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
আমরা ৮ টি বিষয়কে সামনে নিয়ে কাজ শুরু করেছি। ৬০ দিনের টার্গেট করে আমরা লক্ষিত জায়গায় পৌঁছতে চাই। পুলিশের পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয় তাই বিট পুলিশিং এর মাধ্যমে সেবা নিশ্চিত করতে হবে। এসময় জেলা পুলিশকে মানবিক পুলিশে রূপান্তর করতে নবাগত পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনা করেন।
0 $type={blogger}:
Post a Comment