জামালপুরে তিন গাঁজা ব্যবসায়ী আটক

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের সদর উপজলায় ২৩ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২২ আগষ্ট মঙ্গলবার গভীর রাতে উপজেলার শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার শিলকুড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৬) ও মোঃ রিপন মিয়া ওরফে দুখু (৪০) এবং রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে তাদের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্ট সোপর্দ করা হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment