জামালপুরের সরিষাবাড়ি প্লাস্টিকের ব্যাগে মাটি ভরে বাড়ির উঠানে ও পরিত্যক্ত আঙিনায় আদার চাষ করছেন আব্দুল মজিদ।
পূর্বের কৃষিদক্ষতা ও ইউটিউব থেকে টিপস নিয়ে বাণিজ্যিকভাবে আদা চাষ শুরু করেন ৬৭ বছর বয়সী এ কৃষক। কৃষক আব্দুল মজিদ সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামের বাসিন্দা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক সম্পন্ন করার পর কোনো চাকরিতে যোগ দেননি, শুরু থেকেই কর্মজীবন অতিবাহিত করছেন বিভিন্ন কৃষিপণ্য উৎপন্ন করে। সফলও হয়েছেন বারবার।
এবছরের এপ্রিল থেকে তিনি আদা চাষ শুরু করেন।
তাঁর গ্রামের বাড়ির আঙিনা ও আশেপাশে তিন বিঘা পতিত জমিতে ১৪ হাজার প্লাস্টিকের বস্তায় মাটি ভরে আদার আবাদ করছেন তিনি।
আব্দুল মজিদ বলেন, আদা আবাদে তিনি কোনো রাসায়নিক সার ব্যবহার করছেন না, বরং বাড়িতে তৈরি ভার্মিকম্পোস্ট ব্যবহার করার কারণে আদার গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠেছে। উপজেলা কৃষি অফিসের পরামর্শে বারি-১ জাতের আদার চাষ করা হয়েছে।
প্রতিব্যাগে ২৯ টাকা করে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে, প্রতিব্যাগে দুই কেজিরও বেশি আদার ফলন পাবেন বলে তিনি আশাবাদী।
এব্যাপারে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ জানান, এ এলাকায় আবদুল মজিদই প্রথম কৃষক যিনি ব্যাগে আদার চাষ করেছেন। ইতোমধ্যেই আদা চাষের জমি পরিদর্শন করা হয়েছে, আদার গাছগুলো ভালো দেখা যাচ্ছে।
কৃষি অফিস থেকে সর্বদা মনিটরি, সঠিক দিকনির্দেশনা ও অন্য কৃষকদেরও এব্যাপারে উৎসাহ দেয়া হচ্ছে বলেও তিনি জানান।
0 $type={blogger}:
Post a Comment