রোকনুজ্জামান সবুজঃ
বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার যা করেছে তা ইতিহাসের বিরল। যা ইতিপূর্বে কোন সরকার ক্ষমতায় এসে করতে পারিনি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
শুক্রবার (১৮আগষ্ট) সকালে উপজেলা পোড়ারচর শাহ্ মোজাম্মেলিয়া আহ্ম্মেদিয়া দাখিল মাদ্রাসার নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
তিনি আরও বলেন, বিএনপি সরকার উন্নয়নের নামে দেশে শুধু জঙ্গি তৈরী করেছিলো, আর আ’লীগ সরকার গত ১৪ বছরে জঙ্গি নির্মুলে সক্ষম হয়েছে। তার বাস্তব প্রমাণ ১৪ বছরে দেশে একটি বোমাও বিস্ফোরণ হয়নি বলেও জানান তিনি।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
0 $type={blogger}:
Post a Comment