সরিষাবাড়ীতে জামায়াত সমর্থিত আয়কর আইনজীবী আটক

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের সরিষাবাড়ীতে অ্যাডভোকেট বেলাল হোসেন খান (৩৮) নামে জামায়াত সমর্থিত এক আয়কর আইনজীবীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া হাজীর মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত আইনজীবী বেলাল হোসেন সেঙ্গুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

নাশকতার সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তিনিসহ নামোল্লেখ করে আটজন ও অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, আবু তাহের, আবুল হাসান, জোসনা আকন্দ, শাহজাহান আকন্দ, সোহাগ সরকার, আবু সাইদ ও দুলাল মণ্ডল।

মামলায় অভিযোগ করা হয়, ১৫ আগস্ট জামায়াত ইসলামীর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে সেঙ্গুয়া গ্রামের হাজীবাড়ী মোড়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে গেলেও বেলাল হোসেন খানকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল, আধলা ইট ভর্তি একটি প্লাস্টিক ব্যাগ ও বিভিন্ন আকৃতির ১০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুহাব্বত কবির বলেন, এব্যাপারে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন ও ১৯০৮ সনের বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ ও অন্য আসামীদের আটকে অভিযান অব্যাহত আছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment