মেলান্দহে যুবলীগের মানববন্ধন

মেলান্দহ প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমান এর মরণোত্তর বিচার, ৭৫-এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপি’র রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে মানববন্ধন করেছে মেলান্দহ উপজেলা যুবলীগ।

 

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ গেইটে উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ’র সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন দলের নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন বাঘা’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: রুকনুজ্জামান রুবেল চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক তাপস ফারাজী প্রমুখ।

বক্তারা, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচারসহ এ ঘটনায় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর ও বিএনপি’র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment