নগরঘাটায় দালাল সামাদ, চেয়ারম্যানের ভাই পরিচয় দিয়ে নারী উত্যক্তের অভিযোগ

জামালপুর দর্পণ ডেস্কঃ

নিজের ছবি পাঠিয়ে নারীকে প্রেম প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে নগরঘাটা চোকারকান্দা গ্রামের মৃত ছদরউদ্দীন মোড়লের ছেলে প্রতারক ও লম্পট সামাদের বিরুদ্ধে। দালাল সামাদের অনৈর্তিক কর্মকান্ডের স্কিনশর্ট এসেছে এ প্রতিনিধির কাছে।মেয়েদের কাছে নিজের ছবি পাঠিয়ে অনৈর্তিক সম্পর্ক করার চেষ্টা দালাল সামাদের।

নিজেকে নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ও ইউপি সদস্য ভাই রফিকুল গাজীর আপন ছোট ভাই পরিচয় দিয়ে ফেসবুকে দুইজন নারীকে উত্যক্তের অভিযোগ পাওয়া গেছে।দীর্ঘদিন যাবৎ এই দালাল সামাদ ফেসবুকে এই দুই নারীকে উত্যক্তের অভিযোগ করেছে ভুক্তভোগী দুই নারী।

জানা যায় নিজের বউ ভালোনা, নিজের বউয়ের সাথে যুদ্ধ করতে হয়, এমন সব কথা বলে ওই দুই নারীকে বন্ধুত্বের অনুরোধ জানায় দালাল সামাদ। এরপর সাতক্ষীরায় দেখা করার কথা বলে।আপনি কি করেন, এমন প্রশ্ন করলে দালাল সামাদ বলে, আমি সবকিছু মোবাইলে করি, আমার সকল কাজ হয় মোবাইলে।আমি সারাদিন ইউনিয়ন পরিষদে বসে থাকি, চেয়ারম্যান কামরুজ্জামান লিপু আমার বড় ভাই। আর রফিকুল গাজী আমার মেঝ ভাই।

জানা যায়, নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে উক্ত সামাদের বিরুদ্ধে মামলাও রয়েছে।কয়েকজন নব্য আ’লীগের এর সাথে হাত মিলিয়ে এলাকায় দেদারছে আকাম করে চলেছে এই নারী লোভী সামাদ। নাশকতা মাামলার আসামী হয়েও নিজেকে আ’লীগ নেতা পরিচয়দানকারী সামাদের উৎপাত বেড়েই চলেছে।

উক্ত সামাদের বিষয়ে এলাকার কয়েকজন জনসাধারণ এ প্রতিবেদককে জানিয়েছেন, সামাদ একজন নাশকতা মামলার আসামী হয়েও নিজেকে আ’লীগ নেতা পরিচয় দেয়।সে কৌশলে আ’লীগের সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্র করছে।এলাকাবাসী আরো জানায়, গত কয়েকমাস আগে নগরঘাটার এক যুবককে কোম্পানির ভিসার কথা বলে সাল্পাই ভিসায় সৌদী আরব পাঠিয়ে মরুভুমিতে আটকিয়ে রাখে। এব্যাপারে নগরঘাটা ইউপি কার্যালয়ে তিনদফা সালিশ হলেও আ’লীগের কয়েকজন নেতাকর্মীর কারনে সঠিক বিচার পায়নি ভুক্তভোগী ও তার পরিবার।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment