মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিলের মাঝখানে নৌকায় ওয়ানটেন বোর্ড বসিয়ে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো জামালপুর পৌরসভার দড়িপাড়া এলাকার মৃত আফছার মন্ডলের ছেলে হেলাল মিয়া (৬০), বসাকপাড়া এলাকার সর্গীয় শ্রী রজনী দাসের ছেলে শ্রী সুকুমার দাস (৬৬), বাগেরহাট বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক লিটন (৬০), জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে ওয়াদুদ মিয়া (৫৫), মাদারগঞ্জ উপজেলার মহিষবাতান এলাকার মৃত গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে খোরশেদ আলম (৫২), পৌরসভার দেওয়ানপাড়া এলাকার মৃত মুসলেম উদ্দিন এর ছেলে আব্দুল কদ্দুস (৫৫), জগনগর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪৫), মেলান্দহ উপজেলার বীর ঘোষেরপাড়া গ্রামের হাবিজুলের ছেলে জগনু মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুরের মৃত ছামান আলী মুন্সির ছেলে আব্দুস ছামাদ (৫২), মধুপুর উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে কাশেম মিয়া (৬০), ধনবাড়ী উপজেলার সুইজলকর গ্রামের মৃত ভ্রমর শেখের ছেলে টোকা মিয়া(৫০)।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রৌমারী বিলে নৌকায় জুয়া খেলা হয় এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়। আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment