জাবির আহম্মেদ জিহাদের "বন্ধুর সাথে ভ্রমণ"

 

আমার বাড়ির পাশেই একটা
আছে অনেক বড় বিল,
নৌকা দিয়ে বন্ধুর সাথে
ঘুরি-ফিরি রাখি মিল।

মাঝে মাঝে দু’জন মিলে
তুলি মোরা শাপলা ফুল,
একই সঙ্গে খেলা করি
নৌকায় আমরা খায় যে দূল।

বৈঠা দিয়ে সামনের দিকে
নৌকা চালায় মুই নিজে,
বন্ধু পরম আমরা দু’জন
আহা! আনন্দ কি-যে।

অনেক সময় আমরা দু’জন
ধরে আনি কিছু মাছ,
আম্মা সবই রান্না করে
লাগে কিন্তু দারুণ স্বাদ।

পাঠশালাতে দু’জন মিলে
যায় মোরা একই সঙ্গে,
খুবই ভালো বন্ধু আমরা
মিল রাখি অঙ্গে-অঙ্গে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment