ইসলামপুর চিনাডুলী ইউনিয়নে যুব মহিলা লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের ইসলামপুর চিনাডুলী ইউনিয়নে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯আগষ্ট) বিকালে বলিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যূথী সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।

উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলির পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস ছালাম, সহ-সভাপতি আব্দুল নাসের চার্লেস চৌধুরী, হাবিবুর রহমান শাহিন চৌধুরী, সদস্য তছির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, চিনাডুলী ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম নাজির, সাধারণ সম্পাদক ছলিমুল্লাহ বাদশা প্রমুখ। সম্মেলনে অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশন চিনাডুলী ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি পদে মালেকা বেগম ও সাধারণ সম্পাদক পদে সাবিনা আক্তারকে ঘোষনা করেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment