ইসলামপুরে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

ইসলামপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে ওয়ার্ল্ড ফার্মা সোসাইটি অর্গানাইজেশনের নাম ভাঙিয়ে গরু, ছাগল দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক হারুন অর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরৎ পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অসহায় ভুক্তভুগী পরিবাররা।

বৃহস্পতিবার সকালে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর গ্রামে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে গরীব অসহায় ভুক্তভুগী পরিবারে পক্ষে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহাম্মেদ আলী, সদস্য ফারুক মিয়া, ভোক্তভুগী বিউটি আক্তারসহ আরও অনেকেই। মানববন্ধনে ওই ইউনিয়নের শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

বক্তারা একই ইউনিয়নের পিরিজপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে প্রতারক হারুন অর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাদের টাকা ফেরৎ পাওয়ার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

উল্লেখ্য, হারুন অর রশিদ বেশ কিছুদিন আগে ওয়ার্ল্ড ফার্মা সোসাইটি অর্গানাইজেশনের চরগোয়ালিনী ইউনিয়নের একজন কর্মী হিসেবে কাজ করেন। আর সে সুযোগ কাজে লাগিয়ে এলাকার সহজ সরল গরীব অসহায় শতাধিক লোকদের নিকট থেকে গরু, ছাগল পাইয়ে দেওয়ার কথা বলে দুই হাজার করে টাকা নেয়। মাস দুয়েক পার হলেও ভুক্তভুগীদের গরু ছাগল দুরের কথা টাকাও ফেরত দিচ্ছে না।

এ বিষয়ে হারুন অর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment