মেলান্দহে ড্রেজারে বালু উত্তোলন; ভাঙ্গনের হুমকিতে রাস্তা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুর মেলান্দহে রাস্তার পাশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে হুমকিতে রয়েছে রাস্তা ও আশপাশের ফসলি জমি। ড্রেজার মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ আশপাশের মানুষেরা। প্রশাসনকে জানিয়েও এর কোন প্রতিকার পাচ্ছে না স্থানীয়রা।

উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী বানুর মোড় সংলগ্ন ৫নং চরের রাস্তার পাশে নিচু জায়গা থেকে কোনো বাধঁ না দিয়েই দু’সপ্তাহের বেশি সময় ধরে অবৈধভাবে নির্বিকারে চলছে বালু উত্তোলন। এতে রাস্তা, আশ পাশের ফসলি জমি ভাঙ্গনের হুমকি সহ ড্রেজার মেশিনের বিকট শদ্বে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের মানুষেরা।

সরেজমিনে গিয়ে বানুর মোড় থেকে ৫নং চর যাওয়ার রাস্তার পাশ থেকে আবুসামা বিশুর ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখা গেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, রাস্তার পাশ থেকে ড্রেজার বোমা মেশিন বসিয়ে দু-সপ্তাহের বেশি সময় ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। এতে ভাঙ্গনের হুমকিতে রয়েছে সরকারের কোটি টাকার সড়ক। একই সঙ্গে কৃষি জমি ও হুমকির মুখে। সাথে মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের মানুষেরা। অসাধু বালু ব্যবসায়ীরা সরকারী আইনকানুনের তোয়াক্কা না করে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। বাধা দিলেও তারা কোনো বাধা মানছে না। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ।
অভিযুক্ত ড্রেজার মালিক বিশু বলেন, ইউনিয়ন ভূমি সহকারী (নায়েব) এসে দেখে গেছে। সে বলে গেছে রাস্তার দুর থেকে বালু তুলতে।

নাম প্রকাশ অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, আমি স্থানীয় ভূমি অফিসে বিষয়টা জানিয়েছিলাম অজানা কারনে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ওই ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা (নায়েব) শাহাদাত হোসেন বলেন, ইউএনও স্যারের নির্দেশ পেয়ে বালু উত্তোলন স্থলে গিয়ে তাদের নিষেধ করে এসেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, বিষয়টি জানতে পেরে ওই ইউনিয়নের নায়েবকে পাঠিয়েছিলাম। নায়েব জানিয়েছে ওখানে তারা পুকুর করবে তাদের ব্যক্তিগত জমি। তবে সরেজমিনে এবার নিজে যাবো। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment