ইসলামপুরে পৌর জাতীয় পার্টির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রোকনুজ্জামান সবুজঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে জামালপুরে ইসলামপুর পৌর জাতীয় পার্টির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১আগষ্ট) বিকালে কাচারী মোড় পৌর জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে পৌর সভাপতি তারা মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা জাতীয় পাটি সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পাটি সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার, জুয়েল সরকার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ ফকির, আলামিন সরকার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, মশিউর রহমান টুটুল, জাতীয় যুবসংহতি বিষয়ক সম্পাদক জহরুল মন্ডল, মনিরুল হাসান, প্রচার সম্পাদক ফজলুর সরদার ও পৌর সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত হোসেন বাদল প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য বলেন, জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। দলের সব পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে দেশ ও মানুষের কল্যানে আমাদের সবাইকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশে মানুষের ভাগ্যের উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন। তার দেখানো পথ ধরে আমাদের ইসলামপুর আরো এগিয়ে যেতে হবে।

বর্ধিত সভা বিভিন্ন ইউনিয়নের ও পৌর শহরে অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

বর্ধিত সভা শেষে জাতীয় পার্টির সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলের উন্নয়ন মৃলক কার্যক্রমের লিফলেট বিতরণ করেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment