ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ; আহত ৬

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের গোয়ালেরচর পশ্চিম মন্ডল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত পরিবারের সদস্যরা হলেন মোঃ মধু মন্ডল, মোঃ কাদের, মোঃ বাবুল, মোছাঃ উসনা বেগম, মোছাঃ মাজেদা বেগম, মোছাঃ রাশেদা বেগম, আঃ হালিম প্রমুখ।

এদের মধ্যে তিনজন গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোঃ আঃ ছালামের সাথে মোঃ মামুন গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। মোঃ আঃ ছালামের কিছু জমি মামুন গংরা ভোগদখল করায় বিবাদের সৃষ্টি হয়।

১১ জুলাই মঙ্গলবার দুপুরে ছালামের ভোগদখলীয় জমিতে কাজ করতে যায়।

এ নিয়ে ছালামের লোক ও মামুনের লোকের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে ছালামের পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন। বাদী
ছালাম বলেন, আমার (ছালাম) ও মামুনের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজেদুর রহমান মাজেদ বলেন, এ ঘটনায় থানায় ছালাম অভিযোগ দায়ের করেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment