বিএনপি একটি জঙ্গি সংগঠন, খালেদা জিয়া একজন মিথ্যাবাদী মহিলা; নিখিল

রোকনুজ্জামান সবুজঃ

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি একটি জঙ্গি সংগঠন। তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। আর বিএনপির নেত্রী খালেদা জিয়া একজন মিথ্যাবাদি মহিলা।

তার কাজই মিথ্যা বলে মানুষকে ধোকা দেওয়া। সেই দিন তার ছেলে কোকোর লাশ দাফন হয়নি ওই দিনও নয় জন মানুষকে আগুনে পুড়ে হত্যা করেছে তার বিএনপি দলরা ।সে মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে দেশের উন্নয়ন না করে দেশের মানুষের সাথে বেইমানী করেছে।

আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক বিএনপি একটা চায় না।
তিনি আরো বলেন, আজ যারা মানবাধিকারের কথা বলেন। তাদের নেতা জিয়াউর রহমানই সর্বপ্রথম মানবাধিকার লঙ্ঘন করেছেন।

১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে এবং খুনিদের পুরস্কৃত করেছেন। আর খালেদা জিয়া ২১শে আগস্ট গ্রেনেট হামলা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে মানবাধিকার লঙ্ঘন করেছেন।

শনিবার (৮ জুলাই) বিকালে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় ইসলামপুরবাসীর উদ্দেশ্যে নিখিল বলেন, যতদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে দেশ থাকবে। তত দিন ভালো থাকবে বাংলাদেশে ।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান,পৌর মেয়র আব্দুল কাদের সেখ প্রমুখ।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাসদুল ইসলাম খোকন।

ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরুর সঞ্চালনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রথম অধিবেশন শেষে ইসলামপুর ফরিদুল হক খান অডিটোরিয়ামে দ্বিতীয় অধিবেশনে কাজ শুরু হয়েছে।
সম্মেলনে ৯ জন সভাপতি প্রার্থী এবং ৮ জন সাধারণ সম্পাদক প্রার্থীর কর্মী-সর্মথক মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment