জামালপুরের প্রধান সড়কটি বেহালদশা; যেন দেখার কেউ নেই

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৬ জুলাই বৃহস্পতিবার দয়াময়ী চত্বরে জামালপুরে প্রধান সড়কটি বেহালদশা ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের প্রধান সড়ক সংস্কারের নামে দুর্নীতি অনিয়মের মাধ্যমে বেহালদশা হয়ে পড়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অপরদিকে জামালপুর রেলওয়ে ওভারপার নির্মানের নামে জেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা তথা জামালপুর শহরের প্রবেশমুখ সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেট থেকে প্রধান সড়কটি চলার অযোগ্য হয়ে আছে চার বছর ধরে।

অথচ এ সময়ের মধ্যে পদ্মাসেতু নির্মান, মেট্রোরেল চালু, কর্ণফুলি চ্যানেল নির্মানসহ দেশে অনেক বড় বড় স্থাপনা নির্মাণ হয়েছে। আর আমাদের ৪০০ মিটারের ওভারপাস নির্মাণ কাজ শেষ হয় না। বছর শেষে বাজেট বাড়ে কাজ আর শেষ হয় না।

একমাসের ব্যবধানে দয়াময়ী মোড় থেকে বকুলতলা পর্যন্ত রাস্তাটি ৯৬লাখ টাকা বাজেটে সংস্কার কাজ করা হয়। এক মাসের ব্যবধানে রাস্তাটি খানাখন্দের সৃষ্টি হয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment