রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের ইসলামপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নেতাকর্মীরা।
আগামী ৮ জুলাই ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে ৯ জন সভাপতি এবং ৮ জন সাধারণ সম্পাদক প্রার্থীর ব্যানার-পোস্টার ও তোরনের ছেঁয়ে গেছে শহরের অলিগলি। প্রার্থীদের প্রচার-প্রচারনা ও শুডাউনে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ।
সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী পৌর সভার কাউন্সিলর মোহন মিয়া বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি নিজেকে আওয়ামী পরিবারের সদস্য দাবি করেন তাঁর ও পরিবারের রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরেন।
মোহন মিয়া বলেন, আমার বড় ভাই জাফি আহম্মেদ সুমন অত্যন্ত সফলতার সাথে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আরেক ভাই সবুজ মিয়া সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন ও হাফিজ লিটন উপজেলার তাঁতীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি নিজেও শহর ছাত্রলীগের সদস্য ছিলাম এবং বর্তমান উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছি।
দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় দুই বার পৌর কাউন্সিল নির্বাচিত হয়েছি।
আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারলে মাদক ও সন্ত্রাসমুক্ত যুবলীগ গড়নের মাধ্যমে দেশরত্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠনের একজন সৈনিক হিসেবে সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাবো।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ২ মার্চ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
0 $type={blogger}:
Post a Comment