মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ
উজানের ঢল, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে জামালপুরে ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।
প্রতিনিয়তই নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ছে। গবাদিপশুর চারণভূমি সহ ডুবে যাচ্ছে ফসলি জমি ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জের বেশ কিছু এলাকায় পানি বন্দি শঙ্কায় রয়েছে অনেক পরিবার। বন্যা আতংকে দিন কাটাচ্ছেন নদীর পাড়ের মানুষদের।
বন্যা কবলিত ইসলামপুর উপজেলার চিনাডুলী, নোয়ারপাড়া ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, গত কয়েক দিন থেকে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফসলি জমি ও ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে। খাবার পানিসহ গবাদিপশুর খাবারে সংকটে পড়ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী আরও দুইদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুম তানভীর হাসান রুমান জানান, বন্যা মোকাবিলা সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment