জালালের পাড়া গ্রামের অভিশপ্ত রাস্তা

জামালপুর দর্পণ ডেস্ক:

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  জালালের পাড়া গ্রামের বেহাল অবস্থা বিরাজ করছে। রাস্তা নয় যেন আবাদী জমি লাঙল দিয়ে চাষ করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বৃষ্টির দিনে রাস্তার এমন বেহাল দর্শা বিরাজমান।

আক্ষেপ করে জালালের পাড়া গ্রামের ইন্জিনিয়ার মো: বিপুল হোসেন বলেন, এলাকার উন্নয়ন দেখতে জামালপুর সদরের মাননীয় সংসদকে আমার এলাকায় দাওয়াত। আমার অনেক ইচ্ছা অনেক স্বপ্ন আপনাকে নিজ এলাকায় চার রাস্তার মোড়ের দোকানের টঙ্গে বসে আপনাকে নিয়ে এক কাপ চা খাবো। আপনি তো কতজনের কত চাওয়া পাওয়া আশা স্বপ্ন পূরন করেন, আমি একজন ক্ষুদ্র ভোটার হিসেবে আপনার নিকট আমার একটি চাওয়া তুলে ধরলাম। মাননীয় এমপি মহোদয় স্যার এটা কিন্তু আমার এলাকার রাস্তা চিনতে ভুল করবেন না। সাথে জামালপুর সদর উপজেলার জনপ্রতিনিধিদেরও দাওয়াত রইলো। আমাদের এলাকা ঘুরে যাবেন এলাকা নাম ❝০১নং কেন্দুয়া ইউনিয়ন ০৩নং ওয়ার্ড জালালের পাড়া❞ আর আমাদের উন্নয়ন দেখে যাবেন, মাননীয় সংসদ এর অনেক শুভাকাঙ্ক্ষী আমার ফ্রেন্ডলিস্টে আছেন কারো চোখে পরলে মাননীয় সংসদ অবধি আমার এই চাওয়ার কথাটা আপনারা তুলে ধরবেন। আমি ছোট মানুষ একা সেই অবধি যেতে পারবো না, তাই আপনাদের সহযোগিতা কাম্য ধন্যবাদ (ফেসবুক থেকে সংগৃহিত)।

এলাকায় কেউ অসুস্থ হলে বা ইমার্জেন্সি কোন গাড়ির প্রয়োজন হলে যাতায়াতের কোন মাধ্যমই নাই এই এলাকাতে। দেশে উন্নয়নের ছোয়া লাগলেও এসব রাস্তা দেখে মনে হয় এখানে উন্নয়নের কোন ছোয়াও লাগেনি।

এলাকাবাসীর দাবি এই অভিশপ্ত রাস্তা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হোক। ১ নং কেন্দুয়া ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মো: সোহেল খানের কাছে তারা দাবি জানান, তিনি খুবই আন্তরিকতার সাথে এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছে। আশা করি আমাদের এই ন্যায্য চাওয়াটুকু পূরণ করতে পারবে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment