জামালপুরে আম্বিয়া হত্যার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে আম্বিয়া হত্যার যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করে রীমা বেগম ও তার পরিবার।

মঙ্গলবার ১৮ জুলাই স্থানীয় একটি পত্রিকার অফিসে সম্মেলন এমন দাবি জানান আম্বিয়া হত্যা মামলার বিবাদীদের স্বজনদের পক্ষে রীমা বেগম। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় জামালপুর সদর উপজেলার হাসিল জালিয়ারপাড় গ্রামের মরহুম ইজ্জত আলীর পরিবারের সাথে মরহুম রফিকুল ইসলামের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

সেই বিরোধ নতুন করে চাঙ্গা করতে রফিকুল ইসলামের ছেলে লাবলু ও তার আত্মীয় স্বজনরা আরেকটি নতুন চাল চেলেছে। গত ১৫ জুন ২০২৩ বেলা আনুমানি ২টা ৩০ মিনিটের দিকে সুপরিকল্পিত ভাবে লাবলুর স্ত্রী আম্বিয়া বেগমকে লাবলু ও তার আত্মীয়রা হত্যা করে। তার দায়ভার রীমার ভাইদের উপর চাপিয়ে দিতে ও রীমার ভাই ভাবি ও বিধবা মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তাদের সে সাজানো মামলায় এখন পর্যন্ত রীমার বড় ভাই লেবু মিয়া (৪৫), ছোট ভাই মিস্টার (৩৭), বৃদ্ধা মা ছালেহা বেগম (৬০) ও ভাবি মিনা (২৫) আটক হয়ে জেলহাজতে আছেন।

শুধু তা-ই নয়, মামলার বাদীর লোকের বিবাদীদের ঘর বাড়ি ভাঙ্গচুর ও আসবাবপত্র লুটপাট করেছে। এছাড়া তারা বিবাদীদের অন্যান্য আত্মীয় স্বজনদের মামলায় জড়ানোসহ
প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনা পাড়ার অনেকের জানা শোনা থাকলেও বাদীর ভয়ে মুখ খুলছে না কেউ। ফলে প্রকৃত ঘটনা রয়ে যাচ্ছে অন্ধকারে। তাই, আম্বিয়া হত্যাকান্ডের সত্য উন্মোচন করে জেল হাজতে আটক নির্দোষ ব্যক্তিদের মুক্তির লক্ষ্যে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে মামলাটি সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার দাবী জানিয়েছে রীমা বেগম ও তার পরিবার।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment