রোকনুজ্জামান সবুজঃ
সারাদেশ ব্যাপী বিএনপি’র অগ্নি সংযোগ,নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে জামালপুরে ইসলামপুরে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র আব্দুল কাদের শেকের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকালে সরকারি ইসলামপুর কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে থানা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর ও যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (ভিপি) বাবুসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মিলন মাহমুদ।
পৌর মেয়র আব্দুল কাদের সেক তার বক্তব্যে বলেন, ‘ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যর্থ করা যাবে না। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। সারা দেশে বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার অপচেষ্টা চালাচ্ছে।
0 $type={blogger}:
Post a Comment