ইসলামপুরে ভোটকেন্দ্র অন্যত্র সরানোর প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ 

জামালপুরের ইসলামপুর উপজেলার আওতাধীন ১১নং চরপুটিমারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৬৮ নং সাজালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অন্যত্র সরানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসী ভোটারদের আয়োজনে সাজালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘন্টা ব্যাপী মানববন্ধনটি হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ১১নং চরপুটিমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলমাস মন্ডল, ৩ নং ওয়ার্ডের সাবেক ৩ বারের ইউপি সদস্য মোঃ জবেদ আলী, রমজান মুন্সী, সমেজ উদ্দিন, আব্দুল মান্নান বেপারী, বুলবুল বেপারী, আনার আলী সহ উপস্থিত এলাকাবাসী।

অত্র এলাকার সচেতন ভোটারগণ তাদের ভোটদানের সুবিধার্থে ভোট কেন্দ্রটি ৬৮ নং সাজালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহাল রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রতি দাবী জানান।

এসময় বক্তারা আরো জানান, এই কেন্দ্রটি এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত। স্বাধীনতার পর থেকে এখানে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন, স্হানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

অপরদিকে এলাকার একটি কুচক্রী মহল কেন্দ্রটি অন্যত্র সরানোর পায়তারা করতেছে। মানববন্ধনে উপস্থিত জনতা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment