বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রকিবুল হাসান, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ মুজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট (বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট দুটি অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে (বালক দল) মেরুরচর উত্তরপাড়া দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-১ গোলে বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন এবং বঙ্গমাতা শেখ মুজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে (বালিকা দল) খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চরকাউরিয়া খামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মোঃ সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরিদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক খন্দকার আতাবুজ্জামান হেলাল সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment