জামালপুর দর্পণ ডেস্কঃ
জামালপুর সদর উপজেলার ০১ নং কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া দেওয়ানী পাড়া গ্রামে ইউনাইটেড কিংডম (যুক্তরাজ্যে) মার্সি ফাউন্ডেশন এর কুরবানী প্রকল্পের আওতায় অসহায় ও হতদরিদ্র ১২০ টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।
শুক্রবার (৩০ জুন) বিকেলে স্থানীয় রেলগেট এলাকায় এই কোরবানির গোশত বিতরণ করা হয়।
মার্সি ফাউন্ডেশন (Mercy Foundation) এর কোরবানি প্রকল্পের কো-অর্ডিনেটর অত্র এলাকার গর্ব আব্দুল লতিফ মিয়া ছেলে মৃদুল মাহমুদ এর প্রচেষ্টায় একটি গরু কোরবানি দেওয়া হয়। উক্ত মানবিক কাজে সহযোগিতা করেন মৃদুল মাহমুদের বন্ধু মোঃ সজীব আহম্মেদ, খায়রুল ইসলাম শান্ত ও রহুল আমিন।
কোরবানির গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ শামসুল হক আকন্দ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুলাল মন্ডল, শিক্ষাবিদ মোঃ লুৎফর রহমান ও সাংবাদিক সাদ্দাম হোসেন আকন্দ প্রমুখ।
কোরবানি পশুর গোশত বিতরণে সামগ্রিক সহযোগিতা ও সঞ্চালনা করেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব দোলনা একাডেমি প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক।
প্রাকৃতিক প্রতিকূল অবস্থা বৃষ্টি উপেক্ষা করে অসহায় গরিব-দুস্হদের মাঝে এ গোশত বিতরণ করা হয়। এ সময় কেন্দয়া দেওয়ানীপাড়া,পূর্বপাড়া, জোকারপাড়া ও পন্ডিত পাড়ার প্রায় ১২০ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।
0 $type={blogger}:
Post a Comment