ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আ'হ'ত ৪

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ জন আ’হ’ত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯জুন) দুপুরে ইসলামপুর পৌর শহরের বোয়ালমারী গ্রামে।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার পৌর এলাকার বোয়ালমারী গ্রামে মোতালেব গংদের সাথে একই এলাকার মজিবুর রহমান ও তার ছেলে জাহিদুর রহমান (৪৫) গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

বিরোধকৃত জমি নিয়ে শুক্রবার নামাজের পর স্থানীয় কাউন্সিলরা শালিশ-দরবার করার কথা ছিল। কিন্তু শুক্রবার দুপুরে আগে সাড়ে ১১টার দিকে বিরোধকৃত জমিতে সীমানা নিয়ে মোতালেব ও জাহিদুর রহমানের কথা কাটাকাটির এক পর্যায়ে মোতালেবের পরিবারের লোকজন মজিবুর রহমানের গংদের উপর হামলা করে। হামলায় মজিবুর রহমান (৬৫), জাহিদুর রহমান (৪৫), মুক্তা সরকার (৫০) ও মমিন সরকার (৬০) গুরুতর আ’হ’ত হয়।

আহ’ত’দের প্রথমে স্থানীয় হাসপাতালে পরে অবস্থা অবনতি হওয়ায় আ’হত’দের মধ্যে গুরুতর অবস্থায় মজিবুর রহমান (৬৫) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে কর্তব্যরত ডাক্তার ।

এই ঘটনায় ভুক্তভুগী মজিবুর রহমান (৬৫)-এর ছেলে জাহিদুর রহমান ইসলামপুর থানা পুলিশকে খবর দিলে খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment