জামালপুর দর্পণ ডেস্কঃ
জামালপুরের সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ফরিদ উদ্দিন আহমেদ প্রেসক্লাবে ভার্চুয়ালে প্রেস বিফ্রিং করেন।
সোমবার (১২জুন) দুপুরে প্রেসক্লাবে হল রুমে ভার্চুয়ালে বক্তব্য বলেন, ১১ ও ১২জুন প্রিন্ট ও ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার প্রকাশিত সরকারি ইসলামপুর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ বারান্দায় বসে অফিস করেছেন, তার কক্ষ তালাবদ্ধ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ চাবি নিয়ে পালিয়েছেন। এমন একটি মিথ্যা সংবাদ প্রচারে আমি বিস্মিত।
প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ গত ৮জুন কলেজে আসেন আদিষ্ট হয়ে অত্র কলেজে অধ্যক্ষ হিসাবে অনলাইনে ডিজি মহোদয়ের কাছে যোগদান করে এসেছেন এবং অন্য একটা কলেজের চার্জ হস্তান্তর সংক্রান্ত নমুনা কপি এনেছেন।
সে রকম একটি পেপার এখানে তৈরি করে চার্জ হস্তান্তর করতে হবে। আমি তাকে জানিয়েছি যে ঠিক আছে আমি তো এখনো কোন অফিস আদেশ পায়নি হয়তো দুই,এক দিনের মধ্যে পেয়ে যাব।
গত শনিবার মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর সাথে আমি কলেজের কাজের বিষয়ে কথা হলে তিনি আমাকে ঢাকায় আসতে বলেন আমার শারীরিক চিকিৎসা প্রয়োজন ছিল। আমি ঢাকায় চলে আসি।
আমি বাহিরে থাকলে আমার কক্ষ তালাবদ্ধ থাকাটাই স্বাভাবিক। অধ্যক্ষ ছদরুদ্দীন আহমেদ ইসলামপুরে আছেন কি নাই আমার সাথে যোগাযোগ করেন নাই। তিনি কলেজে গিয়ে আমাকে ফোন না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ঘটনার অবতারণা করেছেন এবং সাংবাদিক ও সুধী মহলে যে বিভ্রান্তি ছড়িয়েছেন সেটা খুবই দুঃখ জনক। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
0 $type={blogger}:
Post a Comment