রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত কমিটি’র পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩জুন) বিকালে জাতীয় পাটি’র দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা ও উপজেলা শাখা সভাপতি মোস্তফা আল মাহমুদ।
উপজেলা জাতীয় পাটি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু ও মাহমুদুউল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য জাকির হোসেন খান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা জাতীয় পাটি দপ্তর সম্পাদক আকরাম হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটি সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার, হারুনুর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল সরকার ও পৌর শাখার সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম
প্রমুখ। উক্ত পরিচিতি সভা পৌর ও বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 $type={blogger}:
Post a Comment