সাজ্জাদ হোসেন শাহিন, মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে আদালতের রায়ে নিজের জমি ফিরে পেলেন শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। এত দিন অবৈধভাবে জায়গাটি দখল করে ব্যবহার করে আসছিলো কোব্বাত আলী নামের একজন। রবিবার (২৫ জুন) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নাংলাপাড়া বগা এলাকায় স্থাপনা উচ্ছেদ করে জমি বুঝিয়ে দেয়া হয়।
আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে নিজের জায়গা বুঝে নেন শফিকুল ইসলাম ও তার পরিবার। জামালপুর জেলা জজ আদালতের পক্ষে নাজির এস এম রহিম উদ্দিনের উপস্থিতিতে স্থাপনা অপসারণ করা হয়। অপসারণের সময় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের নেতৃত্ব দেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ কবির হোসেন।
আদালতের সূত্রে জানা যায়, ১১ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে কোব্বাত আলীর সাথে মামলা চলছিল শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের। দীর্ঘদিন পরে আইনি লড়াই শেষে ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখে সালে মামলার রায় পান মামলার বাদী পক্ষ। মামলা নিষ্পত্তি হবার পর আদালত তাদের প্রাপ্য জায়গা বুঝে দেবার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের জায়গা বুঝে দেয়।
বর্তমান জায়গার মালিক নাংলাপাড়া বগা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন মামলা চলার পর আজ নিজের জমি ফিরে পেলাম। অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা আমাদের জায়গা বুঝে পেয়েছি।
0 $type={blogger}:
Post a Comment