রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে সদ্য বহিস্কৃত চেয়ারম্যান বাবু

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সদ্য বহিস্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) দুপুর ১ টা ৪৫ মিনিটে জামালপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

বাদি পক্ষের আইনজীবী মোঃ ইউসুফ আলী বলেন, কিছুক্ষণের মধ্যে বাবুর বিচার কার্যক্রম শুরু হবে। তাকে দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে আদালতে আনা হয়। বর্তমানে তাকে আদালতের গারদে রাখা হয়েছে।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ইতোমধ্যেই বাবু চেয়ারম্যানকে র‌্যাব গ্রেফতারের পর বিজ্ঞ আদালত তাকে ৫ দিনসহ গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছিলেন। গতকাল পর্যন্ত চেয়ারম্যান বাবু ব্যতীত সকলের রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment