মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগের মামলায় মনিরুজ্জামান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯) জুন দুপুর দেড়টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের জাংগালিয়া এলাকা থেকে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান একই এলাকার জিয়াউল হকের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১লা জুন রাত সাড়ে ১০ ঘটিকার সময় ভুক্তভোগী মেয়েটি বসতবাড়ির টিউবওয়েল পাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। পূর্বে থেকেই উৎপেতে থাকা মনিরুজ্জামান মেয়েটিকে মুখ চেপে ধরে পাশের লিচু গাছের নিচে নিয়ে যান। জোরপূর্বক ধ’র্ষ’ণ করার চেষ্টা করে ও মেয়েটির আপত্তিকর জায়গায় হাত দেন।
ভুক্তভোগী মেয়েটি চিৎকার দিলে মনিরুজ্জামান পালিয়ে যায়। আরও জানা যায় মেয়েটিকে বিয়ের জন্য প্রস্তাব দেন অভিযুক্ত মনিরুজ্জামান। খারাপ প্রকৃতির হওয়ায় ভুক্তভোগী মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দেন পরিবারের লোকজন।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে গতকাল ১৮ই জুন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরুজ্জামানকে সোমবার দুপুরে গ্রেফতার করে বিকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment