মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) জনতা ব্যাংক লিমিটেডের ৯২২তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ব্যাংকটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।
জনতা ব্যাংক লিমিটেড জামালপুর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ সরোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব এস.এম. ইউসুফ আলী, শাখার ব্যবস্থাপক জনাব মো. শহীদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জনাব মো. রমজান বাহার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সৈয়দ ফারুক হোসেন, জনতা ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (ইনচার্জ) জনাব মো. হাফিজুর রহমান মোল্লা, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (বিডিএমডি) জনাব মো. আবদুস সোবহান মিয়া, ব্যাংকের মহাব্যবস্থাপক (ভিজিলেন্স ডিপার্টমেন্ট) জনাব মো. রুকনুজ্জামান প্রমূখ।
0 $type={blogger}:
Post a Comment