মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ
জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা শ্রমিকদলের আয়োজনে ১২ জুন সোমবার বিকেলে শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজারের মাদ্রাসায়ে খাদেমুল ইসলাম মাঠ পাঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুস সোবহান।
বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, জেলা মহিলাদলের সভাপতি সেলিনা বেগম, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ মোকছেদুর রহমান হারুন।
বিশেষ বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান হামিদী, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পূর্ব শাখা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। সঞ্চালনায় ছিলেন পূর্ব শাখা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রকি।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মোঃ মসিউর রহমান, সদর উপজেলা দক্ষিণ শাখা শ্রমিকদলের সভাপতি ও জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হারুন অর-রশিদ,জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শাহীন,সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সফিকুল ইসলাম শফিক সহ পূর্ব শাখা শ্রমিকদলের সকল পর্যায়ের নেতা কর্মীরা।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
0 $type={blogger}:
Post a Comment