মেলান্দহে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১০ জুন) দুপুরে মেলান্দহ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুস সোবহান, আব্দুর রশিদ, মো শাহজাহান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানায়, ২০২১ সালের ডিসেম্বরে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা এলাকার কসিম উদ্দিনের ছেলে মো. শাহজাহানের থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে ওই এলাকার আঃ গফুরের ছেলে মো. শফিকুল ইসলাম।

৮ শতাংশ জমি কিনলেও দখলে আরো বেশি নিতে চেষ্টা করে শফিকুলের পরিবার। বাঁধা দিতে গেলে আঃ গফুরের ছেলে শফিকুল,শহীদ, মানিক ও আঃ গফুরের স্ত্রী সুফিয়া বেগম অকথ্যভাষায় গালিগালাজ করে। এ-ই নিয়ে একাধিকবার সালিশ বৈঠকে মিমাংসার চেষ্টা করা হলেও মিমাংসা না হয়ে উল্টো আব্দুস সোবহান ও শাহাজানের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয় ।

গত বৃহস্পতিবার এ নিয়ে দু-পক্ষের মাঝে সামান্য কথা কাটাকাটি হয়। কোন ধরনের ঘটনা না ঘটলেও নিজেদের শরীরে নিজেরাই আঘাত করে হাসপাতালে চিকিৎসা নেন।এ ঘটনায় শাহজাহান ও তার দুই ছেলে মিজানুর ও মনির হোসেনের বিরুদ্ধে থানায় শারিরীক নির্যাতনের অভিযোগ দেন।এতে গ্রেফতার আতঙ্কে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

এ বিষয়ে শফিকুলের বক্তব্য জানার জন্য বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মেলান্দহ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে সামান্য গন্ডগোল হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment