ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

জামালপুর দর্পণ ডেস্কঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহ বর্ণনা ২০২১ প্রকল্পের ট্যাব হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি/এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস ইসলামপুরের উদ্যোগে এ ট্যাব বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (১৫/০৫/২০২৩) ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে বিকাল ৩ ঘটিকায় ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আবদুন নাছের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোজিনা আক্তার চায়না, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আখতার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রেজ্জাক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হুসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামপুর উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী মো: মমিনুল ইসলাম।

উল্লেখ্য, উপজেলার ২৬৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উক্ত ট্যাব বিতরণ করা হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment