স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জামালপুরের সদর উপজেলায় সরকারি/এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও বাই সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস জামালপুর সদর উপজেলার উদ্যোগে এ ট্যাব ও বাই সাইকেল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইন্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে ট্যাপ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ।
উপজেলার ৫৫৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব, ১০ টি বাইসাইকেল, ৬০ জনের মাঝে শিক্ষাবৃত্তি ২ লাখ ৮৮ হাজার টাকা ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ১৮ জন জটিল রোগে আক্রান্তদের মাঝে ৫০,০০০ হাজার করে ৯ লাখ টাকা বিতরণ করা হয়।
0 $type={blogger}:
Post a Comment