জামালপুর এক্সপ্রেস ট্রেন ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদরের কেন্দুয়া কালীবাড়ী ১২৫ বছরের পুরানো বাজার স্টেশনের সকল কার্যক্রম বন্ধের প্রতিবাদ এবং আন্তঃনগর ট্রেন বিরতির দাবিতে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের এলাকাবাসী।

সোমবার দুপুর তিনটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত
রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এদিকে ট্রেনের পরিচালক আরিফুর রহমান ও এনামুল হক বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দিলেও তারা অনড় থাকে। পরে জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর
হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সকল দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, আওয়ামীলীগ নেতা শেখ ফখরুল আলম লিটু, মুক্তিযোদ্ধা সন্তান আরিফুর রহমান সহ আরো অনেকে।

উল্লেখ্য, ১৮৯৯ সালে কেন্দুয়া বাজার স্টেশনটি নির্মান এবং এ অঞ্চলের সাধারন মানুষের যাতায়াতের জন্য চালু করা হয়। স্টেশনটি থেকে আন্ত:নগর ট্রেন সহ দিনে ৬ জোড়া ট্রেন চলাচল করে। চরাঞ্চলের উৎপাদিত কাচা মরিচ, আলু, টমেটো, বেগুন,সিম সহ বিভিন্ন শাক সবজি ঢাকা রাজধানী সহ সারাদেশে পরিবহন করেন ব্যবসায়ী’রা । এতে করে বছরে বিপুল পরিমান রাজস্ব পায় সরকার। চলতি মাসের ১০মে অজানা কারনে স্টেশনটি থেকে সব ধরনের স্টাফ প্রত্যাহার করে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

জুয়েল রানা
জামালপুর।
১৫.০৫.২৩

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment