জামালপুর দর্পণ ডেস্কঃ
“সুন্দর ও সুস্থ দেহ গড়ি, একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে সহায়তা করি” এই স্লোগানে জামালপুর সদর উপজেলার ১ নং কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া দেওয়ানী পাড়া গ্রামে প্রতিষ্ঠিত “মানবতার প্রদীপ সমাজ কল্যাণ সংগঠন” এর উদ্যোগে অসহায়, দুস্থ ও গরিব লোকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা মাঠে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এম এ রশিদ হাসপাতাল, সরদারপাড়া, জামালপুর – এর তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় উক্ত সংগঠনের সভাপতি রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি, জামালপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক এবং ভোরের দর্পণের প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সহ-অর্থ সম্পাদক মোঃ সোহাগ মিয়া ও কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা ও সহযোগিতা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল সেবা নিতে আসা মানিক মিয়া বলেন, যেখানে বিভিন্ন হাসপাতালে ৮০০ থেকে ১০০০ টাকা ভিজিট প্রদান করে চিকিৎসা নিতে হয় সেখানে সংগঠনের পক্ষ থেকে বিনা ভিজিটে আমরা ডাক্তার দেখালাম।
এলাকাবাসী বলেন, আমরা বিনা টাকায় চিকিৎসা নিতে পেরে অনেক খুশি। আমরা উক্ত সংগঠনের সমৃদ্ধি কামনা করছি।
ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়ের সংগঠনের সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অত্র এলাকার গরিব অসহায় ও দুঃস্থ মানুষের কথা চিন্তা করে আমরা এই আয়োজন করছি। তাদেরকে চিকিৎসা দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারদের সাহায্য সহযোগিতা করবো ও বিনামূল্যে চক্ষু সেবার ক্যাম্পের আয়োজন করব। পরে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
0 $type={blogger}:
Post a Comment