জামালপুর প্রতিনিধিঃ
৪র্থ শিল্প বিল্পবের সাথে সমন্বয় করে বাংলাদেশের কৃষি খাত কে সামনের দিকে এগিয়ে নিতে এবং উৎপাদন খরচ কমানোর জন্য আধুনিক কৃষি যান্ত্রিক করণের দিকে কৃষকদের ধাপিত করার লক্ষে জামালপুরে আঞ্চলিক কৃষি গবেষণা- সম্প্রসারন পর্যালোচনা বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে আঞ্চলিক কৃষি গবেষণা মিলনাতয়নে দুই দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো: তারিকুল ইসলাম, ময়মনসিংহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত
পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, যশোর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ময়মনসিংহ অঞ্চলের জামালপুর ও শেরপুর জেলায় শতকরা ৪২ভাগ চরাঞ্চল রয়েছে । এ চরাঞ্চল কে যদি সঠিক ভাবে কৃষির উৎপাদনে ব্যবহার করা যায় তাহলে এ অঞ্চলের কৃষক’রা অর্থনৈতিক ভাবে সচ্ছল হবে। তারা আরো বলেন বর্তমান সরকার বাণিজ্যিক কৃষিতে খুবই গুরুত্ব দিয়েছে।
জুয়েল রানা
জামালপুর।
২২.০৫.২৩
0 $type={blogger}:
Post a Comment