দেওয়ানগঞ্জে ইট ব্যবসায়ীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরে ৫০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে একেএম দাউদ নামে এক ইট ব্যবসায়ীর বিরুদ্ধে। দাউদ জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানীর চর এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে।

ঘটনার দুই বছর কেটে গেলেও এবং ইট ব্যবসায়ী দাউদের কর্তৃক দেওয়া ভোক্তভোগী মাহফুজুর রহমানের কাছে একটি অঙ্গিকার পত্র থাকলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি তার ৫০ লাখ টাকা। মামলা করেও টাকা উদ্ধার না হওয়ায় ভোক্তভোগী মাহফুজুর রহমান এখন হতাশ। সারা জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে সে এখন পাগলপ্রায়।

জানা যায়, এ কে এম দাউদ একজন ইট ভাটার মালিক। ব্যবসায়িক প্রয়োজনে দাউদ ইট তৈরির মৌসুমে বিভিন্ন জনের কাছে টাকা ধার নেয়। দাউদ তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ২০২১ সালের ১৭ এপ্রিল ভোক্তভোগী মাহফুজুর রহমানের কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নেয় এবং তিনমাস মেয়াদে একটি দুই পক্ষের মধ্যে একটি অঙ্গিকার নামা সম্পাদন করে। পরে অঙ্গিকার নামার শর্ত অনুযায়ী দাউদ মাহফুজ এর নিকট সোনালী ব্যাংক লি. দেওয়ানগঞ্জ বাজার শাখার ৫০ লাখ টাকার একটি চেক (চেক নং ৫৫৮৩৮৩৮) হস্তান্তর করে।

পরে তিন মাস পার হলে অভিযুক্ত দাউদের কাছে টাকা ফেরত চায় ভোক্তভোগী। কিন্তু দাউদ তার টাকা ফেরত না দিয়ে পক্ষান্তরে ভোক্তভোগী মাহফুজুর রহমানকে হুমকী দিতে থাকে। এরপর বাধ্য হয়ে মাহফুজুর রহমানকে দেওয়া চেকটি সোনালী ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিসঅনার করেন।
ভোক্তভোগী মাহফুজুর রহমান জানান, ইট ব্যবসায়ী একেএম দাউদ তার সাথে প্রতারণা করেছে। তার জীবনের সমস্ত সঞ্চয়ের টাকা এখন দউদের হাতে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে সে মানবেতর জীবন যাপন করছে।

মামলার ব্যাপারে মাহফুজুর বলেন, টাকা লেনদেনের যাবতীয় নথিপত্র আদালতে আছে।প্রতারক দাউদের শাস্তিসহ টাকা ফেরতের দাবি মাহফুজের।

এ ঘটনায় অভিযুক্ত একেএম দাউদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment