জামালপুর প্রতিনিধিঃ
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক
প্রধানমন্ত্রী , আ’লীগের সভানেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকীর প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর আওয়ামী লীগ।
সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র নেতৃত্বে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ কার্যলায় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর
মেয়র ছানোয়ার হোসেন ছানু সহ আরো অনেকে।
এসময় জেলা, শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন
সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জুয়েল রানা
জামালপুর।
২২.০৫.২৩
0 $type={blogger}:
Post a Comment