মেলান্দহে বিশেষ অভিযানে বিএনপির ৪ জন গ্রেফতার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ।

উপজেলা বিএনপির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন কোন মামলা নেই।পুরাতন মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ ।আগামি ২০ই মে জেলা বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ভীতি সঞ্চার করতেই গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতরা কোন দলের সদস্য সেটা জানা নেই। তবে তাদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment